এম সালমান জমদ্দার
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর- আসন থেকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম (নজু) নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। আজ মঙ্গলবার (০২/১২) রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহিন রেজা টিটু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফের সঞ্চালনায় গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম নজু বক্তব্যে বলেন আমি যদি নির্বাচিত হই তাহলে নবীনগর কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। এবং নবীনগরে একটি প্রবাসী ট্রেনিং সেন্টার ও একটি মানবিক হাসপাতাল গড়ে তুলবো এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করেই আমি একটি আধুনিক, উন্নত ও বেকারত্বমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশে যুবসমাজকে স্বাবলম্বী করার জন্য উদ্যোগ গ্রহণ করব।
প্রবাসে নিজের ব্যবসায়িক অর্জনের প্রসঙ্গ তুলে নজু বলেন, “সেখানে আমি দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছি। নবীনগর আমার জন্মভূমি—এখানেও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করবো, ইনশাআল্লাহ।” তিনি বলেন,আমি এমপি হই বা না হই নবীনগরের মানুষের পাশে ছিলাম আছি থাকব। মতবিনিময় কালে নবীনগর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি রেজাউল রহমত, সহ-সভাপতি চাঁন বাদশা, যুগ্ন সাধারন সম্পাদক জাবেদ আহমেদ জীবন, সাংগঠনিক সম্পাদক এম সালমান জমদ্দার, অর্থ সম্পাদক শ্যামল বর্মন শিমুল, দপ্তর সম্পাদক সাবিনা আক্তার পুতুল, ও কার্যকরী১ নং সদস্য আখতারুজ্জামানের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি ।
তিনি দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছেন
ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক সংস্কার,অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন, শিশু ও যুবকদের মাঝে শিক্ষার সুযোগ বৃদ্ধি,স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ অসংখ্য সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন।
তার সফর সঙ্গীদের মধ্যে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের,সিনিয়র সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ (আকাশ), পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম নিরব, যুব অধিকার পরিষদ সভাপতি রাকিবুল ইসলাম রাসেল, কামরুল হাসান( ইকরাম)প্রমূখ।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত