
ইসমাইল খান হৃদয় মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সহযোগিতায় বুধবার (১৯ নভেম্বর ২০২৫) মাদারীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোই ছিল এই মহতী উদ্যোগের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: জাহাঙ্গীর আলম।
পুরো কর্মসূচিটি সুচারুরূপে পরিচালনা করেন প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর-এর ইউকে (UK) শাখার সহ-সভাপতি কুদ্দুস খান। তিনি জানান, ‘আমরা আছি বিশ্বজুড়ে’ এই স্লোগানকে সামনে রেখে প্রবাসীরা সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে বদ্ধপরিকর।
সেবা নিতে আসা শত শত স্থানীয় মানুষ এই উদ্যোগের প্রশংসা করেন।
এই জনহিতকর অনুষ্ঠানটি সফল করতে সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য পরিবার, মাদারীপুর। তাদের নিবিড় সহযোগিতায় পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।