সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুর কাপড়ের হাটে আওয়ামী লীগ কার্যালয়সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে ব্যাবসায়ীরা।
রবিবার (৯নভেম্বর) সকাল ১১টায় এনায়েতপুর থানার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এডময় এনায়েতপুর হাট ইজারাদার, হাট বণিক সমবায় সমিতি লিমিটেড এবং তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনায়েতপুর হাটের মূল জায়গার ওপর আওয়ামী লীগ কার্যালয়সহ একাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে হাটের মোট ৩১.৩৮ একর জায়গার মধ্যে প্রায় ২১.৩৮ একর ভূমি এখনো দখলদারদের কবলে রয়েছে। ফলে হাটের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং সরকারের রাজস্ব আদায়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এবিষয়ে জেলা প্রশাসক বরাবর একাধিকবার অভিযোগ দাখিল করা হলেও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এনায়েতপুর হাট বনিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুল খালেক, ক্ষুদ্র দাঁত মালিক সমবায় সমিতির সভাপতি আতাউর রহমান আতা,ইজারাদা আনিসুর রহমান, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জি কে ফরিদ প্রমুখ।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত