আবু বকর সিদ্দিক সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার বাংলাবাজার শাখার বাংলাদেশ কৃষি ব্যাংক সরেজমিনে ঋন বিতরণ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পরিষদ কার্যালয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাবাজার শাখার আয়োজনে সরেজমিনে কৃষি ঋন
বিতরণ করা হয়।
সরেজমিনে কৃষি ঋন
কর্মসূচি অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাবাজার কৃষি ব্যাংক কর্মকর্তা মোঃ তানবীর আহমদ। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) শাখার ম্যানেজার এ.এন.এম.সাইফুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়ালি উল্লাহ,ইউপি সদস্য নুরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আফসর উদ্দিন,ব্যাংক কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
সরেজমিনে ঋন বিতরণ অনুষ্ঠানে ২০ জন গ্রাহকের মধ্যে ৩২.৬০ লক্ষ টাকা কৃষি খাতে ঋন বিতরণ করা হয়। উক্ত সভায় ব্যবস্থাপক এ.এন.এম. সাইফুল ইসলাম জানান,সরকারি নির্দেশনায় তারুণ্য উৎসব ২০ ২৫ উপলক্ষে ১৯ অক্টোবর হতে ২রা নভেম্বর পর্যন্ত গ্রাহক সেবা পক্ষ চলমান রয়েছে। গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে বিকেবি দুইটি নতুন আমানত স্কীম চালু করেছে। এর একটি হচ্ছে দৈনিক মুনাফা হিসাব এবং অন্যটি তারুন্য সঞ্জয় স্কীম। দৈনিক মুনাফা হিসাবে দৈনিক মুনাফার হার ৫% এবং তারণ্য সঞ্চয় স্কীমে ১৮ হতে বছর ৩০ বছর পর্যন্ত তরুণরা প্রতিমাসে ২৫০.হতে শুরু করে ১০ হাজার পর্যন্ত জমা করতে পারবেন। ১০ বছর মেয়াদি এ স্কিমের সুদের হার ১০% হবে বলে জানান অত্র বিকেবি'র ব্যবস্থাপক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত