
সোহেল রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েতপুরে শ্রীশ্রী শ্মশান কালীমাতা মন্দিরে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল বেতিল কালীমাতা মন্দিরে প্রাচীন ঐতিহ্যবাহী মহাশ্নশান মন্দিরে প্রতি বছরের মত এবছরেও সনাতন ধর্মলম্বীদের অন্যতম ধর্মী উৎসব শ্যামা কালীপূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে সারারাত শত বছরের পুরনো শ্রীশ্রী শ্মশান কালীমাতা মন্দিরে শ্যামা কালীপূজায় রাতব্যাপী কালীমাতা পূজা অচর্না অমাবস্যার রাতে পূজা অর্চনা প্রদীপ প্রজ্বলন, ভোগ,আরতি,অঞ্জলি প্রধান, পাঠা বলিদান ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় নির্মল কর্মকার বলেন বিশেষ করে এনায়েতপুর থানার আইন শৃঙ্খলা বাহিনী এবছর খুব তৎপর ছিল জার কারণে এ বছর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনি এজন্য আমরা খুব উৎসব মুখর পরিবেশে আমাদের শ্যামা কালীপূজা উদযাপন করতে পেরেছি।
এ সময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানার ওসি আনারুল ইসলাম,বেলকুচি উপজেলা সমাজ সেবা অফিসার দেবাশীষ ঘোষ, শ্রীশ্রী শ্মশান কালীমাতা মন্দিরের রঞ্জিত ঘোষ,চিত্ত কর্মকার,,বিশ্বনাথ সরকার,স্বপন কর্মকার, দুলাল ঘোষ,বিমল দাস,নারায়ন হালদার,পংকজ সরকার,শম্ভু মোদক, নিপন কুমার মদক,বিজয় হালদার, রতন হালদার,পলান হালদার, রতন কর্মকার সহ শতশত বিভিন্ন বয়সী হাজারো ভক্ত পূজায় অংশ গ্রহণ করেন ।