কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া থানাধীন নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রবিবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের একটি বিশেষ টিম উখিয়ার বালুখালী ৭ নম্বর ক্যাম্পে অভিযান চালায়। এসময় ১০ হাজার পিস ইয়াবাসহ আবুল কালাম (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তার পিতা সাদুলা মিয়া ও মাতা মোছা. মসোনা। এফ.সি.এন নম্বর ৫০৪৭৬৮। তিনি শেল্টার ৬৫-বি, ব্লক এ-৭, ক্যাম্প-০৭, থানা-উখিয়া, কক্সবাজারে বসবাস করেন।
নৌকার মাঠ পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মোঃ সিরাজ আমিন, ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান ও ক্যাম্পভিত্তিক অপরাধ দমনে আমাদের টিম সর্বদা তৎপর। এই অভিযান চলমান থাকবে।”
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত