ডেস্ক রিপোর্টঃ
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নাটোর শহর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার সকাল ১০টায় শহরের কানাইখালি কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “জুলাই সনদের আলোকে সংবিধান প্রণয়ন না হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈধতা থাকে না।” তারা আরো বলেন, “দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় এই পাঁচ দফা দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, জেলা নায়েবে আমির ও নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী এবং জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির মাওলানা রাশিদুল ইসলাম।
সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত