সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থী যারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে কলেজে চান্স পেয়েছে,চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের অনুপ্রেরণার জন্য, স্বপ্নপুরুণ শিক্ষা ফাউন্ডেশন এর আয়োজনে ১৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
শনিবার ( ০৪ অক্টোবর) সকাল ১০ টা এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথিরব বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ড.আহসান উল্লাহ হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ চৌহালী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম,পাবনা আটঘরিয়া সরকারী কলেজ অধ্যক্ষ মো: বেলাল হোসেন,এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হাসান জহুরুল, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম,এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন,সোদিয়া দেওয়ানতলা শংকরহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, আই সিএল স্কুলের প্রধান শিক্ষক এম ওয়াহিদুজ্জামান, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক উম্মে হানি মলি,স্বপ্নপুরুণ শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আইনুল হক।
বক্তারা বলেন যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারাই হবে দেশের একজন সুশিক্ষিত নাগরিক তারা একদিন প্রতিষ্ঠিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করবে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত