আবু বকর সিদ্দিক সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামে যুবকদের উদ্যোগে মাদক বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সুরুজ মিয়ার বাড়ীতে মোঃ মতলুব হোসেনের পরিচালনায় হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে মাদক বিরোধী প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সুন্দর একটি সমাজ গড়তে হলে মাদককে না বলুন। দ্রুত মাদক নির্মুল করতে হলে সামাজিকভাবে আন্দোলন জোরদার করতে হবে।
এ সময় বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ বলেন, যুবসমাজ সহ সকলের প্রচেষ্টা ও সহযোগিতা থাকলে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। তিনি প্রধান অতিথি 'র' বক্তব্যে ঐসব কথা বলেছেন।
বিশেষ অতিথি র বক্তব্যে উপজেলা আমিরে জামাত ডা. হারুন অর রশীদ বলেন, মাদক সেবন কারীরা আজকের পর থেকে মাদক সেবন এই পথে চলাফেরা চিরতরে বন্ধ করতে হবে,এবং অভিভাবকদের মাধ্যমে ক্ষমা চাইতে হবে তাহলে তাদের ব্যাপারে সরকারিভাবে সমাজসেবা অফিসের মাধ্যমে আর্থিক সহায়তার অনুদান পেতে তিনি কাজ করবেন।
তিনি আরোও বলেন,বেসরকারিভাবে জামাতে ইসলামের সংগঠন থেকে কর্মসংস্থানের বিষয়ে তিনি দায়িত্ব নিয়ে কাজ করবেন।
এ-সময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম হাসমত উল্যাহ,বর্তমান ইউপি সদস্য মোশাররফ হোসেন, বর্তমান ইউপি সদস্য আবু হানিফ, সাবেক ইউপি সদস্য মোঃ রমিজ উদ্দিন, মাস্টার আজহারুল ইসলাম,মাস্টার ইমাম হোসেন,মাওলানা জয়নাল আবেদীন, মোঃ তাজুল ইসলাম,আবেদ আলী, মানিক মিয়া, খোকন মিয়া, ক্বারী মইনুল ইসলাম,সহ প্রমুখ। যুব সমাজের পক্ষ থেকে শুরুতে মাদকবিরোধী শুভেচ্ছা বক্তব্য রাখেন দোলাল মিয়া (দুলু)।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত