1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি ওসমান গনি এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীরদের মাঝে ক্রেস্ট বিতরন সুস্থ থাকতে হলে খেলার বিকল্প নাই কোটচাঁদপুরে, শিমল  মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে বিদ্যালয়ের খেলার মাঠ এখোন জলাশয় কে নির্বাচনে আসলো কিংবা না আসলো তাতে কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-খোকন তালুকদার নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এনায়েতপুরে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আমিরুল ইসলাম খান (আলিম) নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি

রাজশাহী চেম্বার অব কমার্সে নতুন সদস্য সংগ্রহের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে নতুন সদস্য সংগ্রহের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শেষ সময়ের পর ফাঁকা ফরম পূরণ করে ভুয়া সদস্য বাড়ানোর চেষ্টা হয়েছে।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজন সাধারণ সদস্য ও ব্যবসায়ী চেম্বার অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন। তারা জানান, নতুন সদস্য সংগ্রহের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে এবং তা তারা হাতে-নাতে ধরেছেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত পুরাতন ও নতুন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৮১৮ জন। কিন্তু পরদিন ১৮ সেপ্টেম্বর দেখা যায়, ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০৫ জন। অর্থাৎ এক রাতের ব্যবধানে হঠাৎ ৩৮৭ জন নতুন ভোটার যুক্ত হয়।

তাদের দাবি, শেষ সময়ে জমা পড়া অনেক ফরমই ছিল ফাঁকা। পরে সেগুলো পূরণ করে বর্তমান সভাপতি মাসুদুর রহমান রিংকু তার ঘনিষ্ঠ লোকজনকে সদস্য বানানোর চেষ্টা করছেন।

ব্যবসায়ী শাকিল অভিযোগ করে বলেন, “সভাপতি রিংকু তার নিজের লোকজনকে ঢুকাতে ফাঁকা ফরম পূরণ করেছেন। ”

এই সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামরুজ্জামান সুমন, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, আসাউদ্দৌলা, আহসান হাবিব, হারুনর রশিদ প্রমুখ।

এ বিষয়ে অভিযুক্ত সভাপতি মাসুদুর রহমান রিংকুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চেম্বার কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট