হযরত আলী নাটোর।
মানবসেবায় অঙ্গীকারবদ্ধ,রক্তদানে নিয়োজিত, স্বেচ্ছাসেবী সংগঠন “নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ” তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের আলাইপুর জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসংখ্য রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত সরবরাহ করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এ মানবিক কার্যক্রম আগামীতেও একইভাবে চলমান থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, অবঃ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,প্রফেসর অলক কুমার মৈত্র, সভাপতি নাঈম হোসেন, সাঃ সম্পাদক পারভেজ হোসেন,প্রতিষ্ঠাতা খন্দকার উল্লাস, সহ সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার সব উপজেলার স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। মূল আয়োজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ১২ বছর পূর্তির উৎসব শেষ হয়।