কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনে প্রকাশ্যে চলছে গাছকাটা মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, বিট কর্মকর্তার ছত্রছায়াতেই প্রভাবশালী সিন্ডিকেট দিন-রাত নির্বিচারে গাছ কেটে নিচ্ছে।
মোছারখোলা বিট অফিসের পাশের সংরক্ষিত বনে গিয়ে দেখা যায়, শত শত গাছ কেটে উজাড় করা হয়েছে। কাটা গাছের গোড়ালি বালি ও শুকনো পাতা দিয়ে ঢেকে রেখে ধ্বংসযজ্ঞ আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিট কর্মকর্তা জানান, “জায়গাটা বন বিভাগের হলেও গাছ লাগিয়েছে স্থানীয় বাগান মালিকরা।” তবে বনের জায়গায় বাগান মালিকদের গাছ লাগানো এবং তা কাটা আইনগতভাবে বৈধ কিনা—এমন প্রশ্নের কোনো সরাসরি জবাব দিতে পারেননি তিনি।
অন্যদিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা বলেন, “বনের জায়গায় যদি কেউ গাছ কাটে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে স্থানীয় সূত্র বলছে, চলমান গাছকাটার পেছনে বিট কর্মকর্তার প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। সচেতন মহল মনে করছে, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার আশীর্বাদে সিন্ডিকেটের এই বন ধ্বংস অব্যাহত থাকলে উখিয়ার জীববৈচিত্র্য ও পরিবেশ ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত