মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এর উদ্বাধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসমাইল খান হৃদয় মাদারীপুর
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মাদারীপুর পৌর বিএনপি নেতা এনামুল হক লালচান এর সভাপতিত্বে ও মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান ও পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খান এর পরিচালনায় জুলিও কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী। বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার,জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সালাউদ্দিন বেপারী, জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন হাওলাূার, ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মনিরুজ্জামান তালুকদার, মোঃ শাহিন শিকদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুরু আমিন, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃবাপ্পি হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন শেখ হাসিনা জাতীয় বেইমান। তার ফ্যাসিবাদের কারনেই এ দেশের ছাত্র-জনতা তাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বিএনপি কারো লুঙ্গির থাকা দল নয়। বিএনপি এদেশের সর্ববৃহৎ দল। জনগনের ভোটেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত