মোঃ সৈকত হোসেন
নিজস্ব প্রতিবেদক :
বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার মূল আসামি মোঃ রুবেল আলী (৪২)-কে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত রুবেল আলী নাটোরের লালপুর উপজেলার চকশোভ (হঠাৎপাড়া) গ্রামের মোঃ আকতার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক বিহারীবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, রুবেল আলী ভুক্তভোগী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে তরুণী বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল আলী অপরাধের বিষয়টি স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে। পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত