মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের সুইচ গেইট এলাকার কেওড়া বাগানে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয় মোঃ ওমর সিদ্দিক নামের এক মাদক কারবারিকে। তিনি মিয়ানমারের মুংডু এলাকার বাসিন্দা।
অভিযান পরিচালনা করে র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প এবং ২ বিজিবির একটি যৌথ দল। উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব ও বিজিবির কর্মকর্তারা জানান, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, অধিনায়ক, ২ বিজিবি, এ অভিযানের নেতৃত্ব দেন।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত