1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে চারজন আটক, উদ্ধার ইয়াবা–গাঁজা ও অস্ত্র দোয়ারাবাজারে সুরমা ইউনিয়ন পরিষদের হলরুমে খেলার সামগ্রী বিতরণ ২০২৬ অনুষ্ঠিত দোয়ারাবাজারে ছনোগাও- বাঘমারা জরাজীর্ণ পাকা রাস্তা এ যেন এক মরণফাঁদ রাজশাহীতে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী’র ব্যবসায়িক সম্মেলন মুন্সিগঞ্জ তিন আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা। বড়াইগ্রামে বনপাড়া ট্রমা সেন্টারের উদ্যোগে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ফ্রী স্বাস্থ্য কার্ড বিতরণ। ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত প্রায় ৫০ ‎ সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন মুন্সিগঞ্জ শিলই বিএনপি নেতার বাড়ির দেয়ালে ককটেল বিস্ফোরণ এর অভিযোগ। কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, চরম দুর্ভোগে চরাঞ্চলের মানুষন

টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১২ মানব পাচারকারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১২ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান চালায়।

বিজিবি জানায়, বেশ কিছুদিন ধরে গভীর সাগরপথ ও মেরিন ড্রাইভের পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় সক্রিয় ছিল কয়েকটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র। এসব চক্রের দৌরাত্মে এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। পরে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি মানব পাচার প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করে।

গত জুলাই ও আগস্ট মাসে পরিচালিত অভিযানে যথাক্রমে ১৫ ও ৪ জন মানব পাচারকারীকে আটক করা হয়। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ১৭ জনকে আটক করেছে বিজিবি।

এর ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর শাহপীরদ্বীপের মোহনায় অভিযান চালিয়ে মিয়ানমারের প্রায় ১০০ নাগরিককে পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি সদস্যরা। এ সময় হাতেনাতে ধরা পড়ে চার পাচারকারী। পরবর্তীতে মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া ও বড়ইতলি এলাকা থেকে আরও আটজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মানব পাচার, মাদক চোরাচালান ও বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে গোয়েন্দা অনুসন্ধানে জানা গেছে। পাচারকারী চক্রের মূল হোতা হোসেন, সাইফুল ও নিজামের বিরুদ্ধে তদন্ত চলছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৬২ জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। তবে এখনো ২৪ জন পলাতক রয়েছে। এদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন।

বিজিবি আরও জানায়, আটককৃত ১২ জন পাচারকারীকে প্রচলিত আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। অন্যদিকে উদ্ধার হওয়া ১১ ভুক্তভোগীকে নিয়ম অনুযায়ী তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “মানবতা ও দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্তে যেকোনো অপরাধ, বিশেষ করে মাদক ও মানব পাচারের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট