পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়ন এর বাসিন্দা শেখ সলেমান দীর্ঘদিন ধরে ভয়াবহ গ্যাংগ্রিন রোগে ভুগছেন। এ রোগের কারণে তার শরীরের টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা না করালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।গ্যাংগ্রিন একটি গুরুতর রোগ, যেখানে শরীরের টিস্যু রক্ত সরবরাহের অভাবে মারা যায়। সাধারণত এটি হাত বা পায়ের আঙুলে হয়, আর এর কারণ হতে পারে ডায়াবেটিস, রক্তনালীর সমস্যা, বড় ধরনের আঘাত বা সংক্রমণ। যদি সময়মতো চিকিৎসা না নেওয়া হয়, তা হলে এটি জীবন-হুমকির কারণ হতে পারে, তাই তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া খুব জরুরি।
কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন না তিনি। ইতোমধ্যেই পরিবার সর্বস্ব হারিয়ে চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য নেই।একটি ভাড়া বাসা থাকলেও নিয়মিত বাসার ভাড়া ও পরিশোধ করতে পারছে না, মানবতার জীবন যাপন করছেন।
তিনি আকুতি করে বলেন, সরকারি সহযোগীতা ও সাধারণ মানুষের সহযোগীতায় চিকিৎসা করে করে নূন্যতম একটু বেচে থাকতে চান।