ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের অর্নাস ৩ বর্ষের ছাত্রী জুলিয়া শারীরিক প্রতিবন্ধীকতায় জীবনে যাপনে নানা সংকট। তবে এবার সে সংকট নিরসনে পাশে দাড়িয়েছে যুবদল মুন্সিগঞ্জ জেলা যুবদলের মাসুদ রানার সহযোগীতায় স্থানীয় ডি হলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চাকরি হয়েছে জুলিয়ার। সোমবার সকাল ১১ টায় হরগঙ্গা কলেজের অধ্যক্ষর অফিসে মুন্সীগঞ্জ জেলা যুবদলের মাসুদ রানা ও ডি হলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মেনেজিং ডিরেক্টর মোঃ আক্তার হোসেনকে চাকুরীর অনুমোদন পত্র তুলে দেয়।
এমসয় উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষঃ প্রফেসর নাজমুন নাহার, হরগঙ্গা কলেজের সাবেক ভিপি সাহারিয়া সহ যুবদল, ছাত্র দলের নেতা কর্মরা উপস্থিত ছিলেন অধ্যক্ষঃ প্রফেসর নাজমুন নাহার বলেন, যুবদল আজকে অর্নাস ৩য় বর্ষের শিক্ষার্থী শারিরিক প্রতিবন্ধী জুলিয়া আক্তারকে চাকুরীর ব্যবস্থা করে দিয়েছে আমরা চাই ভবিষ্যতে তারা এই রকম মানবিক কাজের মাধ্যমে রাজনীতি করবে।
ডি হলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আক্তার হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখে যুবদলের স্থগিত সদস্য সচিব মাসুদ রানা ভাই আমাকে এই বিষয়ে জানালে আমি আমার ডায়াগনস্টিক সেন্টার এ চাকরির ব্যবস্থা করি। মোহাম্মদ মাসুদ রানা বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আমাদেরই মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের শারীরিক প্রতিবন্ধী যে কি না টাকার জন্য পড়াশোনা করতে পারছে না তার একটা চাকুরী দরকা তাই যুবদলের পক্ষ থেকে আমি তার জন্য ১৫ হাজার টাকা বেতনের একটি চাকুরীর ব্যবস্থা করি এবং প্রতি মাসে তার যাতায়াত ভাড়ার জন্য ৪ হাজার টাকা করে দেওয়া হবে।
চাকুরী বিষয়ে শারীরিক প্রতিবন্ধী জুলিয়া বলেন আমার এই চাকুরী টি খুব প্রয়োজন ছিলো টাকার জন্য পড়াশোনা করতে পারছিলাম না এখন আমি পড়াশোনা করতে পারব। তাই যুবদলের মাসুদ রানা ভাইকে অনেক ধন্যবাদ।
প্রসঙ্গত, মোহাম্মদ মাসুদ রানা জেলা যুবদলের সদস্য সচিব হলেও বর্তমানে তার পদ স্থগিত রয়েছে। তবে পূর্বে মত ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কাজে থেমে নেই তিনি।