সোহেল রানা চৌহালী প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বেতিল চর আহসান নগর কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে পড়েছেন পাঁচ গ্রামের মানুষেরা। তীব্র গরমে গ্রামের এই ক্লিনিকটিতে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে সেবাগ্রহীতারা। স্বাস্থ্যসেবা চরম ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যখাতের উন্নয়নের লক্ষ্যে চৌহালী উপজেলার ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল চর আহসান নগর গ্রামে ৮ শতক জমির ওপর কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠা হয়। এবং এর সেবা কার্যক্রম ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়। তখন থেকেই ক্লিনিকটিতে বৈদ্যুতিক সংযোগ নেই। প্রতিদিন এখানকার পাঁচটি গ্রামের গড়ে ৭০-৮০ জন রোগী এই কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেতিল চর আহসান নগর কমিউনিটি ক্লিনিকটি চালু থেকেই বিদ্যুৎ সংযোগ নেই। এতে করে অসুস্থ, প্রতিবন্ধী, মা ও শিশুদের সমস্যা বেশি হয়। প্রত্যাশিত সেবা পেলেও বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় গরমে কষ্ট পেতে হয়।
চিকিৎসা সেবা নিতে আসা সাজিয়া আক্তার বলেন, তীব্র গরমের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর মধ্যে গ্রামের এই ক্লিনিকটিতে রোগী চিকিৎসা নিতে এসে গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন।
ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আমির হোসেন বলেন, প্রতিদিন ক্লিনিকে গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী হয়।
কিন্ত ক্লিনিকটিতে শুরু থেকেই বিদ্যুৎ সংযোগ নেই। হাঁসফাঁস গরমে রোগীদের সেবা দিতে হচ্ছে। এছাড়া প্রেসার মাপার মেশিন ডিজিটাল হওয়ায় বিদ্যুৎ সংযোগ না থাকায় রোগীর প্রেসার মাপার সম্ভব হচ্ছে না। বৈদ্যুতিক সংযোগ না থাকায় সেবাগ্রহীতারা গরমে ছটপট করছে। এখন জরুরিভাবে বিদ্যুৎ সংযোগের প্রয়োজন।
চৌহালীর হেলত ইন্সপেক্টর মান্নান বলেন, ক্লিনিকটিতে সরকারি ভাবে বিদ্যুৎ সংযোগের অনুমোদন নেই । সরকারি ভাবে বিদ্যুৎ সংযোগের অনুমোদন পেলে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়ে দিবো।প্রেসার মাপের ডিজিটাল মেশিন বিষয় জানতে চাইলে তিনি বলেন সরকারি ভাবে আমাদের কাছে যা আসে তাই দিয়ে দেই এর বাহিরে আমরা কোন কিছু করতে পারি না।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত