কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর ) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এ অভিযান পরিচালিত হয়।
উখিয়া থানা সূত্রে জানা যায়, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচল করা পায়রা বাস সার্ভিসের তাহেরা এন্টারপ্রাইজ নামের একটি মিনিবাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় গাড়ির চেসিসের ভেতর থেকে লুকানো অবস্থায় ইয়াবার চালান উদ্ধার করা হয়। এসময় দুইজন মাদক কারবারি কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে,মো. শফিকুল রুবেল ও একই এলাকার মৃত্যু : শামসুল আলমের ছেলে, মো. নুরুল হাকিম।
উখিয়া থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।