হযরত আলী নাটোর।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৭ নং চান্দাই ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হান্নান বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশ সংরক্ষণে গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, “গ্রামীণ পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ নুরুল আলম, সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।