কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ি জঙ্গলে র্যাব, পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৫ এর আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মহেশখালীতে দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাতরা গহীন পাহাড়ে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে। এসব এলাকায় ভ্রাম্যমাণ কারখানায় দিন-রাত প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র তৈরি হয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে— একনলা বন্দুক ৪টি, দেশীয় তৈরি এলজি ৩টি, ডামি এলজি ৩টি, শটগানের কার্তুজ ৬ রাউন্ড, ৭.৬২ ব্লাঙ্ক অ্যামুনেশন ৩ রাউন্ড, এমজি লাইভ অ্যামুনেশন ৮ রাউন্ড, রাইফেলের অ্যামুনেশন ১৩ রাউন্ড এবং ৬০-৮০ মিটার বৈদ্যুতিক তার।
র্যাব জানায়, মহেশখালীতে অপহরণ, চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক তৎপরতা অব্যাহত রয়েছে।
লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, “যে সকল এলাকায় অভিযান পরিচালিত হয়েছে, সেখানে যেন পুনরায় সন্ত্রাসীরা আশ্রয় নিতে না পারে সেজন্য র্যাব বদ্ধপরিকর। নিয়মিত বিরতিতে এ ধরনের সাঁড়াশি অভিযান চালানো হবে।”
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত