মোঃ সৈকত হোসেন
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ) সিন্ডিকেট রুমে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ২৪তম অর্থ কমিটি সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন, ২০২৫-২৬ অর্থ বছরের নির্মাণ কাজসমূহের অনুমোদন, বাউয়েটের ১ম কনভোকেশন অনুষ্ঠানের আয়োজন, ২০২৪-২৫ অর্থ বছরের বহিঃনিরীক্ষা প্রতিবেদন অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর সমন্বয়কারী অফিসার, কর্ণেল গাজী মোঃ খালিদ হোসেন, পিএসসি (অব.), বাউয়েটের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), এরিয়া সদর দপ্তর বগুড়ার এএ এন্ড কিউএমজি, লেঃ কর্ণেল মোঃ মাহমুদুজ্জামান, পিএসসি, পদাতিক, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলাম এবং বাউয়েটের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ সেলিম রেজা, এসিএমএ।
সভা শেষে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া বাউয়েট-এর ক্লাসরুম, ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবসমূহ এবং আইন ও বিচার বিভাগের মুটকোর্ট পরিদর্শন করেন। পরে একাডেমিক ভবনের দক্ষিণ প্রাঙ্গণে একটি নাকাচুয়া গাছের চারা রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলি এবং কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত