1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি ওসমান গনি এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীরদের মাঝে ক্রেস্ট বিতরন সুস্থ থাকতে হলে খেলার বিকল্প নাই কোটচাঁদপুরে, শিমল  মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে বিদ্যালয়ের খেলার মাঠ এখোন জলাশয় কে নির্বাচনে আসলো কিংবা না আসলো তাতে কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-খোকন তালুকদার নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এনায়েতপুরে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আমিরুল ইসলাম খান (আলিম) নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি গজারিয়া বিষ দিয়ে নারীর ৫২ হাঁস মেরে ফেললো দূর্বত্তরা থানায় অভিযোগ

সীমান্তে ৫৬ দিনে ১৮ লাখের বেশি ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করলো বিজিবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইংক্ষছড়ি ও কক্সবাজার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিওনের পরিচালিত ৫৬ দিনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি ও দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এ অভিযানটি পরিচালনা করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) কর্নেল মাফিজুর রহমান, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান মাত্র ৫৬ দিনে কক্সবাজার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রিজিয়ন কর্তৃক পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মোট ১৮ লাখ ৮৩ হাজার ২৪৪ পিস ইয়াবা, ০.৩৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১৮৬ ক্যান বিয়ার, ১৭০.৫ লিটার বাংলা মদ, ২.৫২৪ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৩০ হাজার ৯১৮ টাকা।

সেইসাথে অভিযানে দেশীয় এক নলা বন্দুক ৬টি, দুই নলা বন্দুক ১টি, বিদেশী রিভলবার ১টি, বিদেশী অস্ত্র (UZI) ১টি, গাদা বন্দুক (লং ব্যারেল) ১টি, এলজি গান ৩টি, পিস্তুল ওয়ান শুটার ১টি, বিদেশী পিস্তল ২টি, একে ৪৭ ১টি, এসএলআর ১টি, এ-৩ রাইফেল ২টি, MA-1(Verient MK2) ১টি, LM-১৬ ১টি, আর্জেস হ্যান্ড গ্রেনেড ৪টি, গুলি ১১৯ রাউন্ড, বন্দুকের ছড়া গুলি ৩ রাউন্ড, ০৯ মি:মি: পিস্তলের গুলি ৫ রাউন্ড, জি-৩ রাইফেল এর গুলি ১৯ রাউন্ড, এ-৩ গুলি ১৯৯ রাউন্ড, MA-১ গুলি ১২০ রাউন্ড এবং LM-১৬ গুলি ১৮৮ রাউন্ড খালি ম্যাগাজিন ১১টি, খালি খোসা ৬ টিসহ ৫ জন আসামী আটক করা হয়। আটককৃত অস্ত্র গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য-২২ লক্ষ্য ৩৭ হাজার ২২০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি জানিয়েছে, নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি সীমান্ত এলাকায় ১৪০টি বিশেষ অভিযান এবং ১৭৪টি মাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।

এই বিষয়ে বিজিবি কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) কর্নেল মাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি সবসময় সর্বোচ্চ তৎপর রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এ যুদ্ধে জয়ী হতে চাই। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে রামু সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, মাদক একটি জাতীয় সমস্যা। আমার সীমান্ত এলাকায় বিজিবির এই তৎপরতায় মাদক কারবারিরা চাপে পড়েছে। দেশের যুব সমাজকে রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট