দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পিতা-পুত্র কে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন, শামীম খান ও তার পুত্র শামছ খান। মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর দুপুরে জমির সীমানা নিয়ে সংঘর্ষের সময় মোশাররফ হোসেনের ওপর লোহার পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও প্রায় ৭০ হাজার টাকার একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা আহত মোশাররফ হোসেনকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ জানায়, মামলার পরিপ্রেক্ষিতে শামীম খান ও শামছ খানকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, মামলার অন্যান্য আসামীরা হলেন, আব্দুস শহিদ খান, কামাল খান, ইকবাল খান, মনিরুল ইসলাম নান্টু, রিপন মিয়া প্রমুখ।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেছেন, মারামারির মামলার প্রেক্ষিতে দুইজনকে আটক করা হয়েছে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত