মোহাম্মদ নাছিম কক্সবাজার কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া রেজুখাল বিজিবির চেকপোস্টে নিয়মিত তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৭ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- মোঃ জাহিদুল ইসলাম (২১), ঢাকার গাওয়াইর দক্ষিণ খান এলাকার মাহবুব আলমের ছেলে।অপরজন হলেন রিয়াজুল ইসলাম (২৬), ঢাকার মৈনারটেক, উত্তর খান এলাকার মোজাম্মেল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালাই। এসময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রচলিত আইনে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত