1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি ওসমান গনি এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীরদের মাঝে ক্রেস্ট বিতরন সুস্থ থাকতে হলে খেলার বিকল্প নাই কোটচাঁদপুরে, শিমল  মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে বিদ্যালয়ের খেলার মাঠ এখোন জলাশয় কে নির্বাচনে আসলো কিংবা না আসলো তাতে কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-খোকন তালুকদার নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এনায়েতপুরে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আমিরুল ইসলাম খান (আলিম) নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি

মাদারীপুরে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

 

ইসমাইল খান হৃদয় মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (৩ সেপ্টেম্বর ২০২৫) বুধবার বিকাল ০৩.৩০ ঘটিকায় বাংলাদেশ কৃষি ব্যাংক, মাদারীপুর মুখ্য অঞ্চল কর্তৃক কনফারেন্স কক্ষে সমন্বিত সরকারি অফিস ভবন, লেকপাড়, মাদারীপুর এ শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মকর্তা সম্মেলন-২০২৫ এর আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর বিভাগীয় অঞ্চলের সম্মানিত মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত আছেন বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর এর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা জনাব মোঃ আজিজুর রহমান ফকির, অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব কাজী মোহাম্মদ নজরে মঈন, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয়, মাদারীপুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়, মাদারীপুর এর আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা জনাব আলাউদ্দিন আহমেদ। এছাড়াও, মুখ্য আঞ্চলিক কার্যালয় এর সহকারী মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সহ মাদারীপুর মুখ্য অঞ্চলাধীন ১৬টি শাখার ব্যবস্থাপকগণ এবং মাঠকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর বিভাগীয় অঞ্চলের সম্মানিত মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম তার বক্তব্য খেলাপী ঋণ গ্রহীতাদের নিকট হতে ঋণ আদায়ে জোর দেওয়ার কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরে তা পরিপালনের বিষয়ে উপস্থিত শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন, একই সময়ে তিনি লো কস্ট/নো কস্ট ডিপোজিট সংগ্রহের প্রতি গুরুত্বারোপ করেন এবং সে বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। একইসাথে, বাংলাদেশ কৃষি ব্যাংকে বিগত বছরের তুলনায় লোকসানের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করছে এবং ব্যাংককে অচিরেই লাভজনক অবস্থানে উন্নীত করা হবে-মর্মে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর এর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা জনাব মোঃ আজিজুর রহমান ফকির তার বক্তব্য বলেন, বর্তমানে কৃষি ব্যাংকে সকল ধরণের ব্যাংকিং কার্যক্রম চলমান আছে, গ্রাহক সেবা লঙ্ঘিত হলে বা কোন গ্রাহক হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করে তিনি আরো বলেন, ব্যাংকের গ্রাহক সেবার মান বৃদ্ধিসহ কোন গ্রাহককে যাতে কোনভাবেই হয়রানির শিকার হতে হয়। এ ছাড়াও তিনি পেশাদার ব্যাংকিং সেবা প্রদানের প্রতি জোর প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট