মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় মলিকবিহীন ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপি’র বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল পালংখালী গোয়াল মারা এলাকায় অবস্থান নেয়। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে একটি ইজিবাইক পালংখালী থেকে বালুখালী মেইন রোডের দিকে আসতে দেখে টহলদল সেটি থামানোর চেষ্টা করে। এ সময় চালক বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে ইজিবাইকটি তল্লাশি চালিয়ে চালকের সিটের পেছনে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে ইজিবাইকে অন্য কোনো মালামাল পাওয়া যায়নি। অভিযুক্ত মাদক চোরাকারবারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উদ্ধারকৃত ইয়াবা ও ইজিবাইক আলামত হিসেবে উখিয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযান সম্পর্কে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,
"বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত