কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সামনে একটি সন্দেহজনক ইজিবাইক আটক করে। এসময় যাত্রী দুই নারী—মমতাজ (২০), এফডিএমএন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মনোয়ারা (৪৫), কক্সবাজারের রামু উপজেলার মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দাকে তল্লাশি করা হয়।
প্রথমে তারা কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরবর্তীতে মহিলা সৈনিকদের মাধ্যমে তল্লাশিতে তাদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবেই এ সফলতা এসেছে। আটক দুই নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।