ইসমাইল খান হৃদয় মাদারীপুর :
মুহু মুহু সুরের মূর্ছনায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলণায়তন মাতিয়ে গেলেন ইউরোপ ও লন্ডনের জনপ্রিয় সংগীত শিল্পি জিনাত শফিক। শনিবার সন্ধ্যায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলণায়তনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারা ও তারুন্য পরিবারের আয়োজনে সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ। শুভাকাশ ইশারা সংগঠনের সভাপতি এসআর শফিক স্বপন এর সভাপতিত্বে শুভাকাশ ইশারার সম্পাদক জুম্মান হোসেনের সঞ্চালনায়
বক্তব্য রাখেন প্রবাসী ভিআইপি ক্লাব ইউরোপের সমন্বয়কারী জাহাঙ্গীর হাওলাদার,সমন্বয়কারী শফিক খান, সংগীত শিল্পী জিনাত শফিক,তারুন্য পরিবারের সোহাগ হাসান প্রমুখ।মাদারীপুরের স্থানীয় শিল্পি এ আর সান্টু,রনি মোল্লা,সোমা দাস,বাবু,শংকর দাস, চ্যানেল আই সেরা কন্ঠ শিল্পী বেল্লাল এর সংগীতের পর মঞ্চ মাতালেন ইউরোপ ও লন্ডনের জনপ্রিয় শিল্পি জিনাত শফিক। অনুষ্ঠান টির সার্বিক সহযোগিতায় ছিলন প্রবাসভ ভিআইপি ক্লাব,সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা ও রিতা সাউন্ড এন্ড লাইটিং।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত