মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ভুয়া সেনা সদস্য সেজে চলাফেরা করার সময় স্থানীয় জনতা এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে কুতুপালং ক্যাম্পের রোডে আনসার চেকপোস্টের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়দের তথ্যমতে, আটককৃত ব্যক্তি সিভিল পোশাকে ছিলেন এবং তার কাছে একটি ওয়াকিটকি (ওয়ারলেস) পাওয়া যায়। তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ASU সদস্য হিসেবে পরিচয় দেন।
আটককৃত ব্যক্তির হলেন, মোঃ ইউসুফ আনোয়ার (৩০)। তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের পূর্ব পাতাবাড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম ছলিমুল্লাহ ও মাতার নাম নুর জাহান বেগম।
ঘটনার পর স্থানীয় জনতা তাকে আটক করে রাত আনুমানিক ১০টার দিকে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।
উখিয়া থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত