হযরত আলী, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেনকে একটি মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন দাবি করেন, গত ১৮ আগস্ট রাতে ব্যবসায়িক কাজে তিনি সিলেট যান এবং সেখানে কাজ শেষে ২৬ আগস্ট ভোররাতে বাড়ি ফেরেন। অথচ মামলায় উল্লেখ করা হয়েছে যে ২৩ আগস্ট দুপুর ২টায় তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। ইকবাল প্রশ্ন রাখেন, “যেদিন আমি সিলেটে অবস্থান করছিলাম, সেদিন কীভাবে আমাকে এই মামলায় জড়ানো হলো?”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করা ও সমাজে মান-সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে আসামি করা হয়েছে। ইকবাল হোসেন আরও বলেন, “যদি প্রমাণিত হয় আমি এ ঘটনার সঙ্গে জড়িত, তবে আমি স্বেচ্ছায় ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করব।”
এ সময় তিনি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি সঠিকভাবে তদন্ত করার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি অনুরোধ জানান, ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করতে। তিনি বলেন, “আমি যদি এ ঘটনায় জড়িত থাকি তবে আইনগতভাবে যে শাস্তি হয় তা মেনে নেব। তবে যারা ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হয়রানি ও মানহানি করার উদ্দেশ্যে মামলায় জড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত