মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, সোমবার (২৫ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমারের দিক থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে অগ্রসর হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় একজন চোরাকারবারি পলিথিন মোড়ানো একটি প্যাকেট কেওড়াবাগানে ফেলে দেয়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে পলিথিন মোড়ানো প্যাকেটের ভেতর থেকে বায়ুরোধী আরও দুটি প্যাকেট উদ্ধার করা হয়। এতে সর্বমোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে দীর্ঘ অনুসন্ধান চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।
বিজিবির অধিনায়ক আরও জানান, মাদককারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এসব অভিযানে উখিয়াবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে নিরলসভাবে কাজ করছে ব্যাটালিয়নটি।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত