মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উখিয়া থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পাশে একটি মিনি পিকআপ (চট্ট মেট্রো-ন-১১-৪৮৩০) আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই চালক টেকনাফের নতুন পল্লানপাড়ার বাসিন্দা আব্দুল করিম (৫০) পালিয়ে যায়। পরে ইয়াবাসহ পিকআপটি থানায় নিয়ে আসা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, “মাদক নির্মূলে উখিয়া থানা পুলিশ সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত