ডেস্ক রিপোর্টঃ
নাটোরের বড়াইগ্রামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়াইগ্রাম থানা শাখা।
শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে বড়াইগ্রাম থানা সেক্রেটারি হাসিবুল ইসলামের সঞ্চালনায় ও থানা সভাপতি আশিকুজ্জামান আকাশের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এবং নাটোর জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান।
বক্তারা তাদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।