মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশ ব্যাপী সাংবাদিক নিপীরন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ৯ আগষ্ট শনিবার দুপরে ফেনী প্রেসক্লাবে প্রতিবাদ সভা করেছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফেনী জেলা শাখায় আয়োজিত বির মুক্তিযোদ্ধা ইসহাক চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক সংগঠক বিএমএসএফ’র কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফেনী জেলার সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুহিন এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক মুসলিম টাইমস এর জেলা প্রতিনিধি সৈয়দ মনির, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সোনাগাজী প্রতিনিধি আবদুর রহিম, ফেনীর সময়ের সদর প্রতিনিধি মোল্লা ইলিয়াস। প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সালাউদ্দিন নোমান,আজকের সময়ের জেলা প্রতিনিধি নাজিম উদ্দীন চৌধুরী, ফেনীর প্রহরের প্রকাশনা সম্পাদক দিদার মজুমদার সহ আরো অনেকেই।
প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিক তুহিন এর হত্যা কারিদের দূরতম সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। এই সকল হত্যাকারিরা কোন ভাবেই আইনের ফাঁক ফোঁকরের মধ্যে দিয়ে পার যেন না পায়।তাদের সর্বোচ্চ শাস্তির নিচে করতে হবে। নয়তোবা কর্মরত সাংবাদিকরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে। সংগঠনের কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত তুহিন বলেন, সাংবাদিকরা গণমাধ্যমের প্রতিনিধি হয়ে রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু রাষ্ট্র সাংবাদিকদের চাকুরী ও সুরক্ষা আইন প্রনয়ন করছে না। দিচ্ছে না পেশাগত দায়িত্ব পালনকালিন ঝুঁকির নিরাপত্তা। দিচ্ছে না ঝুঁকি ভাতা। অথচ রাষ্ট্রের, সাংবাদিকদের যখনই দরকার পড়ে তখনই ডেকে কাজ করিয়ে নিচ্ছে।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের পক্ষে ১৪ দফা দাবি আদায়ের ডাক দিয়ে যাচ্ছে বার-বার এবং সরকারের কাছে স্মারকলিপি দিয়ে যাচ্ছে এতে কোন কাজ হচ্ছে না।
সারা দেশের সাংবাদিক সংগঠন এবং সাংবাদিকদের প্রাণের দাবি অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন চাই।