মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে চোর চক্রের হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় একটি চুরির ঘটনায় চোর চক্রের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভূক্তভূগী পরিবার। এসময় আহত হয় জাকির মোল্লা ও তার পরিবারের কয়েক সদস্য। এবিষয়ে বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভূক্তভূগী পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছোট ভাই হাসান শেখ অভিযোগ করে বলেন, একেই এলাকার চিহ্নিত চোর চক্রের সদস্য ফজলুল শেখের ছেলে মীনাল শেখ,
বিলাল শেখ ও ফারুক শেখ মিলে গত ১ মাস আগে গভীর রাতে আমার ভাই জাকির মোল্লার বসতঘরে সিং কেটে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় চোর চক্রের ওই তিন সদস্য।
চুরি শেষে চক্রের সদস্যরা দরজা খুলে যাওয়ার সময় শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে জেগে উঠে জাকির মোল্লা ও তার পরিবার লোকজন। এসময় ভুক্তভোগী জাকির মোল্লা
টর্সলাইটের আলোতে চোরদের চিনতে পারে।
পরবর্তীতে ভূক্তভূগীদের ডাক চিৎকারে স্থানীয় লোক জড়ো হয়, এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা ঘটনার দিন রাতেই চোরচক্রের সাথে কথা বলে একটি সালিশের মাধ্যমে চোরদের ১ লাখ ৫০ হাজার টাকায় জরিমানা করে এবং উভয় পক্ষে উক্ত মীমাংসা মানিয়া তাৎক্ষণিক ভূক্তভূগী পরিবারকে ১ লাখ টাকা সালিশদের মাধ্যমে প্রদান করে চোর চক্র।
পরে বাকি ৫০ হাজার টাকা চাইতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার জমাদারের নেতৃত্বে হায়দার শেখ সহ ৮/১০ জন সন্ত্রাসী ভূক্তভূগী জাকির মোল্লাসহ তার পরিবারের উপরে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে চোর চক্র ও তাদের অনুসারীরা।
এসময় ভুক্তভোগী জাকির মোল্লা ও তার পরিবার
জানান তারা দ্রুত ডাসার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন করবেন।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত