1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে চারজন আটক, উদ্ধার ইয়াবা–গাঁজা ও অস্ত্র দোয়ারাবাজারে সুরমা ইউনিয়ন পরিষদের হলরুমে খেলার সামগ্রী বিতরণ ২০২৬ অনুষ্ঠিত দোয়ারাবাজারে ছনোগাও- বাঘমারা জরাজীর্ণ পাকা রাস্তা এ যেন এক মরণফাঁদ রাজশাহীতে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী’র ব্যবসায়িক সম্মেলন মুন্সিগঞ্জ তিন আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা। বড়াইগ্রামে বনপাড়া ট্রমা সেন্টারের উদ্যোগে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ফ্রী স্বাস্থ্য কার্ড বিতরণ। ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত প্রায় ৫০ ‎ সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন মুন্সিগঞ্জ শিলই বিএনপি নেতার বাড়ির দেয়ালে ককটেল বিস্ফোরণ এর অভিযোগ। কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, চরম দুর্ভোগে চরাঞ্চলের মানুষন

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দোয়ারাবাজারে বিএনপি অঙ্গ-সংগঠনের বিজয় মিছিল-সমাবেশ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ করেছে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

বুধবার (৬ আগস্ট) বিকালে দোয়ারাবাজার উপজেলা সদরে আয়োজিত এই বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান চৌধুরী মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই-আগস্ট আন্দোলন সফল হয়েছে।

তিনি বলেন, সকল বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। যে সকল শহীদরা বাংলাদেশের গনতন্ত্র রক্ষারস্বার্থে, ভোটের অধিকার আদায়ের লক্ষে, নতুন বাংলাদেশ গঠন করার লক্ষে বিগত ১৬ বছর থেকে জুলাই-আগস্ট আন্দোলন পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারেনা। শহীদরা যে কারনে রক্তদিয়ে রাজপথ রঞ্জিত করেছে, তাদের সেই আশা-আকাঙ্ক্ষা আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গঠন করার লক্ষে কাজ করতে হবে।

মিজানুর রহমান চৌধুরী বলেন, বিগত ১৬ বছর থেকে জুলাই-আগস্টে আন্দোলন পর্যন্ত বিএনপির অনেক নেতাকর্মী নিহত হয়েছে। এ সকল শহীদের রক্ত বৃথা যেতে দিবনা।বাংলাদেশে গনতন্ত্র পূর্নপ্রতিষ্ঠায় এবং ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে।
তিনি আরো বলেন,২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছিলো।
সেই ভোট ডাকাতির মাধ্যমে যে নির্বাচন হয়েছিলো সেই নির্বাচনে বিএনপির কর্মীরা জীবন বাজি রেখে মাঠে কাজ করেছিল।প্রতিটা নির্বাচনর কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে,বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীের বাড়িতে হামলা করা হয়েছে। বিনা অপরাধে মামলা-হামলার স্বীকার হয়েছে।

মিজান চৌধুরী বলেন,আপনারা কাজ করেন। অন্তবর্তীকালীন প্রধান উপদেষ্টা বলেছেন,আগামী ফেব্রুয়ারি মাসের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য সবাই ধানের শীষকে বিজয়ী করার লক্ষে মাঠে কাজ করুন।
আপনারা যদি সবাই ঐকবদ্ধ হৌন তাহলে দোয়ারাবাজার উপজেলার প্রতিটি কেন্দ্রে ধানের শীষ বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে সম্মান দেখিয়েছিলো তেমনি ভোট দিয়েও সম্মান দেখিয়েছিলো ছাতক-দোয়ারার জনগণ। এবারো আগামী নির্বাচনে ছাতক-দোয়ারার মানুষ ধানের শীষ প্রতিকে আমাকে চায়।ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দিবেন।

উপজেলা পরিষদের সামন থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি উপজেলা সমাজসেবা কার্যালয়,দোয়ারাবাজার থানার সামন দিয়ে পদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে মিলিত হয়।

এসময় বিজয় মিছিলে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির দুই বারের সাবেক সভাপতি শাহজাহান মাষ্টার,বর্তমান আহ্বায়ক কমিটি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার,বর্তমান সুরমা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ,যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,আহবায়ক কমিটির অন্যতম সদস্য খোরশেদ আলম,আমান উল্ল্যাহ আমান, এইচএম কামাল,তাইবুর রহমান,আফিকুল ইসলাম,নুর আলী ইমরান,আব্দুল হক, বিএনপি নেতা মোরশেদ আলম, যুবদলের সদস্য সচিব জামাল হোসেন,উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ,নুর আলম,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আল মাসুম ,তানবির আহমদ,বেলায়েত হোসেন,আজিজুল হক সুমন,কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াদ,শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসিমুল হুদা খুররমসহ উপজেলা বিএনপি,যুবদল,কৃষকদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট