মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)" এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় এক জাঁকজমকপূর্ণ ভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে অনুষ্ঠিত হয়েছে।ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস এবং হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ৩৪ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের এই পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।
ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান এর সভাপতিত্বে (৩০ জুলাই) বুধবার দুপুরে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বি.এম.তারিক-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল বারী, উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসান মাষ্টার। হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই।
এই প্রকল্পের আওতায় বিভিন্ন সময়ে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে অনুদান ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য অনুপ্রাণিত করেন। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাছাড়াও অনুষ্ঠান শেষে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত