ডেস্ক রিপোর্টঃ
৩০ জুলাই ২০২৫ গুরুদাশপুর উপজেলার কাচিকাটা এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
পূর্বে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, অভিযান দল কাচিকাটায় অভিযান চালায়। অভিযানে দুই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।
অভিযুক্তরা হলেন-
১. মো: সুমন, পিতা: মজিবর রহমান
২. আনিসুর রহমান, পিতা: লোকমান হোসেন
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য গুরুদাশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রশাসনের পক্ষ হতে জানানো হয়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।
জনসাধারণের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় জনগন সেনা অভিযানের প্রশংসা করে জানান, মাদকের বিরুদ্ধে এমন পদক্ষেপ সমাজে শৃংখলা ও আইনের সুশাসন প্রতিষ্টায় ভুমিকা রাখবে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত