কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে এক ডাম্পার চালককে। বিষয়টি ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও আতঙ্ক। গ্রেফতার হওয়া মুহিব উল্লাহ কক্সবাজার আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সক্রিয় সদস্য এবং স্থানীয় জুনুমিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সম্প্রতি বালুখালী নতুন ব্রিজ এলাকায় কিছু যুবকের ‘জয়বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর জেরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে মুহিব উল্লাহসহ অন্তত ১৫ জনকে আটক করে। অভিযোগ রয়েছে, আটককৃতদের মধ্যে কিছু মানুষকে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, যা নিয়ে এলাকাজুড়ে ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে।
মুহিব উল্লাহর বড় ভাই, স্থানীয় সাংবাদিক মো. আমিন কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমি বা আমার পরিবার কোনো রাজনৈতিক দলে যুক্ত নই। তবুও পুলিশ আমাদের টার্গেট করছে, হয়রানি করছে। আমরা আতঙ্কে আছি, যেন কোনো অজানা অপরাধের শাস্তি ভোগ করছি।”
তিনি আরও বলেন,
“যদি প্রমাণ হয় আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাহলে শাস্তি মেনে নেব। কিন্তু সম্পূর্ণ নির্দোষ হয়েও এভাবে হয়রানির শিকার হওয়া অন্যায়। আমরা ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি করছি।”
ফেসবুক লাইভে ভাইয়ের গ্রেফতারের খবর জানিয়ে মো. আমিন বলেন,
“স্বৈরাচারী সরকার হটানোর পরও যদি জনগণ হয়রানির শিকার হয়, তাহলে তার সুফল কোথায়?”
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ মনে করছেন, রাজনৈতিক অজুহাতে সাধারণ শ্রমিকদের হয়রানি করা ঠিক নয়। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত ও সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত