হযরত আলী, বড়াইগ্রাম
বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুকে জড়িয়ে অনলাইন পোর্টালগুলোতে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বনপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত রোববার একই এলাকার দুই ব্যক্তি—মানিক ও আলমগীর—এর মধ্যে সুদের টাকা নিয়ে একটি ব্যক্তিগত সংঘর্ষ ঘটে। কিন্তু সেই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতা ইকবাল হোসেন রাজুর নাম জড়িয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়।
বক্তারা আরও বলেন, "এটি একটি পরিকল্পিত অপপ্রচার। জনাব ইকবাল হোসেন রাজু এ ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত নন। তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার জন্যই একটি মহল এমন ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।"
স্থানীয়দের দাবি, যারা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, ইকবাল হোসেন রাজু দীর্ঘদিন ধরে এলাকায় পরিচ্ছন্ন রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন, যা তার জনপ্রিয়তার অন্যতম কারণ বলে জানান এলাকাবাসী।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত