মোঃ আবু বকর সিদ্দিক সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মিছিলে ছাত্রদলের কর্মীরা স্লোগানে বলেন,এই পকেট কমিটি মানি না মানবো না, বড়খাল স্কুল ও কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি প্রত্যাহার করে,দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতা কর্মীরা।
রবিবার সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল সহকারে এসে এই বিক্ষোভে অংশ নেন। এবং মিছিল শেষে বাংলাবাজার ইউনিয়ন অফিস কার্যালয়ের সামনে বক্তারা বলেন, অগণতান্ত্রিকভাবে ঘোষিত আংশিক কমিটি ছাত্রদলের নীতি-বিধির পরিপন্থী।
তারা দ্রুত সময়ের মধ্যে সেই কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবি জানান।
এসময় বিক্ষোভে উপস্থিত বক্তব্য রাখেন বাংলা বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিব্বির আহমেদ,
সাংগঠনিক সম্পাদক রামিম আহমেদ,
কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিয়াম আহমেদ,জাহিদ হাসান,
ইসমাইল, সিকান্দার আলী,
ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্থানীয় পর্যায়ের কর্মীরাসহ প্রমুখ।