কবিতাঃ
বড়াইগ্রামের শ্রেষ্ঠ নেতা
লেখক -কবি ও সাংবাদিক মোঃ সৈকত হোসেন।
বড়াইগ্রাম বনপাড়াতে ছিল এক নেতা,
সে ছিল শ্রেষ্ঠ রাজনীতিবিদ মানুষের হৃদয়ে গাঁথা।
তার সঙ্গে হয়না কারো তুলো না,
সে যেন বড়াইগ্রাম বাসীর অন্তরে গাঁথা।
একক নেতা ছিলেন তিনি 'তার এক কথা একশত কথার সমান,
মানুষ মান্য করতো তাকে, দিতো সবাই সম্মান।
দুনিয়াতে নেই তিনি, আছে বড়াইগ্রামে বাসীর অন্তরে,
তার অনুপস্থিতির কারনে রাজনীতি নাই মাঠে- প্রান্তরে।
মাঠে নাই রাজনীতি, এখন নেতা ঘরে ঘরে।
বড়াইগ্রাম বাসীর মনে পরে বার বার তারই কথা।
সে আর কেউ নয়, তিনি হলেন প্রয়াত এমপি অধ্যক্ষ একরামুল আলম ছিলেন সবার মাথা।
আগে মানতো একক নেতা, ডিজিটাল যুগে কেউ কাউকে মান্য গন্য নাহি করে ।
সবাই নেতা, মাঠে নাই চেলা,
তাইতো ত্যাগী নেতাদের এখন মাথা ব্যথা।
সবাই খুঁজে একরামুল আলম ভাই কই কই কই ? অন্তরে আছে। খুঁজে পাই না সব গাঁধারা।
সবার সেরা শ্রেষ্ঠ নেতা অধ্যক্ষ একরামুল আলম স্যার,
আমাদের সকলের অন্তরে চীর গাঁথা।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত