মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি
আজ ২৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, সকাল ১০টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রাজশাহীর যৌথ উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশন ভবনের প্রাঙ্গাণে বিভাগীয় বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০ টায় রাজশাহী সিটি করপোরেশন প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিভাগীয় বৃক্ষ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এবং পরবর্তীতে সিটি কর্পোরেশন ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
পুলিশ কমিশনার মহোদয় বলেন, বৃক্ষ পরিবেশ রক্ষা করে, প্রাণী জগতের জন্য অক্সিজেন প্রদান করে, বসবাসের স্থান তৈরি করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং খাদ্য প্রদান করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে হলে নিয়মিত ও পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে নানান প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষের চারা উৎপাদনকারী নার্সারির মালিকদের মাঝে ব্যাংক চেক হস্তান্তর করা ।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত