মোঃ সৈকত হোসেন
স্টাফ রিপোর্টার
বড়াইগ্রামে শ্রীরামপুর এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়। এসময় অন্তত ২ জন আহত হয়েছে।
এঘটনা ঘটে ২৩ জুলাই২০২৫ সকাল ১১ ঘটিকায়। বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক, শ্রীরামপুর তরমুজ তেলপাম্পের সামনে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানান ট্রাক চালক রাতে, না ঘুমিয়ে ট্রাক চালায় যার কারনে দূর্ঘটনার শিকার হতে হয়েছে।
ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসের যাত্রী ৬ জন ঘটনাস্থলে মারা যায় ও ২ জনকে আশংকাজনক অবস্থায় হাসপালে প্ররণ করেন।
এবিষয় বনপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি ইসমাঈল হোসেন জানান ঘটনাস্থলে রয়েছি। এসময় নাটোর ফায়ারসার্ভিস ও পুলিশ নিহত ও আহতের উদ্ধার করেন।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত