মোঃ সৈকত হেসেন
নাটার জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে পূর্ব শত্রুতা জেরে মোঃ রায়হান মোল্লা (৩৬) নামের এক যুবকে পিটিয়ে আহতের ঘটনা ঘটে।
৫নং মাঝগাও ইউনিয়নের ছাতিয়ানগাছা এলাকায় এঘটনা ঘটে। ছাতিয়ানগাছা গ্রামের আসকান আলী মোল্লার ছেলে রায়হান আলী মোল্লা (৩৬) কে হত্যার উদ্দেশ্য আঘাত করে।
হামলাকারীর আঘাতে শরীরেল বিভিন্ন জায়গায় ক্ষত বৃক্ষত হয়। আঘাত শেষে রায়হানের গলায় থাকা ০-৬ আনা সোনা ও প্যান্টের পকেটে থাকা ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালায়।এবিষয়ে মোঃ রায়হান আলী মোল্লা বড়াইগ্রাম থানায় ১০ জনের নামে মামলা দায়ের করে।
এ ঘটনা ২২শে জুলাই ২০২৫ বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাত টার দিকে। অভিযুক্তরা হাতে জিআই পাইব, চাইনিজ কুড়াল,বাঁশের লাঠি, কাঠের বাটাম, হাঁসুয়া, লোহার রড,হাতুর নিয়ে নাজেমের চা স্টলের সামনে রায়হানকে অর্তিকত ভাবে হামলা করে,মেরে ফেলার উদ্দেশ্য।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ গোলাম সারোয়ার জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।