1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি ওসমান গনি এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীরদের মাঝে ক্রেস্ট বিতরন সুস্থ থাকতে হলে খেলার বিকল্প নাই কোটচাঁদপুরে, শিমল  মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে বিদ্যালয়ের খেলার মাঠ এখোন জলাশয় কে নির্বাচনে আসলো কিংবা না আসলো তাতে কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-খোকন তালুকদার নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এনায়েতপুরে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আমিরুল ইসলাম খান (আলিম) নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি

কালীগঞ্জে ভুয়া ভিডিও নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ: “তারেক মাসুদ নামে কোনো সভাপতি ছিল না”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “তারেক মাসুদ” নামে এক ব্যক্তিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ উপজেলার সভাপতি পরিচয় দিয়ে একটি ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি নিয়ে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ঝিনাইদহ জেলা সেক্রেটারি ওবাইদুর রহমান খাঁন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, “তারেক মাসুদ” নামে ছাত্রশিবিরের কালীগঞ্জ উপজেলা শাখায় অতীতে কখনো কোনো সভাপতি ছিলেন না এবং বর্তমানে ওই নামে কেউ কোনো দায়িত্বে নেই। ভিডিওতে যাকে ছাত্রশিবির নেতা হিসেবে তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

ছাত্রশিবিরের দাবি, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যেখানে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ভিডিওটির সঙ্গে ছাত্রশিবিরের কোনো নেতৃবৃন্দের সরাসরি বা পরোক্ষভাবে কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করে জানানো হয়।

লিখিত বক্তব্যে ওবাইদুর রহমান খাঁন বলেন, “আমরা বিশ্বাস করি, সত্যের জয় অবশ্যম্ভাবী। যারা মিথ্যা তথ্য ছড়িয়ে ছাত্ররাজনীতি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে আমরা সকলকে আহ্বান জানাই—সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার বা মন্তব্য করার আগে সত্যতা যাচাই করুন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকতা-নির্ভর ছাত্রসংগঠন, যা সবসময় দেশ, ধর্ম ও জাতির কল্যাণে কাজ করে এসেছে। আমরা অতীতেও অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, ভবিষ্যতেও নেব।”

সংবাদ সম্মেলন থেকে সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়—মিথ্যা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট