ইসমাইল খান হৃদয়, মাদারীপুর প্রতিনিধিঃ
স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ STSB আয়োজিত,
প্রগতি ইসলামী জলবায়ু উন্নয়ন ও কর্মসংস্থান ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় আজ ১৯ জুলাই রোজ শনিবার সকাল ১০ টার দিকে পাঁচখোলা ১৩নং জাজিরা কে, এম সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হাসান আহমেদ
এবং প্রগতি ইসলামী জলবায়ু উন্নয়ন ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজীব আহমেদ সহ স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ মাদারীপুর শাখার দায়িত্বশীল স্বেচ্ছাসেবী নুসরাত জাহান ঐশী -মুহাঃ ইমরান খান জামী- মোঃ এনামুল খান- দ্বিন ইসলাম নিরব- ও ফারিয়া রুনিয়া সহ আরো অনেকে উপস্থিত থেকে আজকের আয়োজন সুন্দর ভাবে সম্পুর্ন করেন।