মোঃ আবু বকর সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুতের খুঁটি উঠোনে, তারও গেছে ঘরের পাশ দিয়ে—তবুও ছয়টি পরিবার রয়ে গেছে অন্ধকারে।
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আগুনরায়ের গাঁও গ্রামের ৬টি পরিবার আজও বিদ্যুৎহীন।
এক যুগ আগে গ্রামে বিদ্যুতায়ন হলেও, এই পরিবারগুলো এখনো সৌর প্যানেল, মোমবাতি আর কুপি বাতির আলোয় দিন কাটাচ্ছে।
স্থানীয়রা জানান, পল্লীবিদ্যুৎ অফিসে বারবার ধর্ণা দিয়েও কোনো সাড়া মেলেনি। এমনকি কেউ কেউ ১-২ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগও করেছেন।
স্থানীয় বাসিন্দা বজলুর রহমান বলেন,
'আমাদের উঠোন দিয়েই তার গেছে, খুঁটি গেছে। কিন্তু আলো যায়নি ঘরে। সন্ধ্যায় খুব কষ্ট হয়।'
ছাত্রছাত্রীদের পড়াশোনাও হচ্ছে ব্যাহত
শিক্ষার্থী খাদিজা বেগম জানায়
'পাশের ঘরে বিদ্যুৎ আছে, আমাদের নেই। গরমে ঘুমাতে পারি না, পড়তেও কষ্ট হয়।'
পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে—বিষয়টি জানতেন না, আবেদন পেলে খতিয়ে দেখবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিদ্যুৎবঞ্চিত এসব পরিবারের একটাই দাবি—অবিলম্বে যেন আলো ফেরে তাদের ঘরে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত